ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর

মাদ্রাসায় যাবার পথে ১ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ করেছেন একই গ্রামের বৃদ্ধ আ. রাজ্জাক (৫৫)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২৫ নভেম্বর ) সকালে শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর সরকার বাড়ী গ্রামে।

Islami Bank

অভিযুক্ত আ. রাজ্জাক সদর উপজেলার ডোবারচর সরকার বাড়ীর মৃত আহাম্মদ সরকারের ছেলে। এ ঘটনায় তাকে স্থানীয় মসজিদের মুসুল্লিরা ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয়রা জানিয়েছে, এই ব্যক্তি দুটি ধর্ষণ ও একটি বলৎকারের অভিযোগে অভিযুক্ত। সম্প্রতি একটি ধর্ষণ মামলায় তিন বছর জেল খেটে বের হয়েই এ কাজ করেছে।

মামলার এজাহার পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডোবারচর গ্রামের ওই শিশুটি মাদ্রাসায় যাবার সময় একই গ্রামের আ. রজ্জাক ওই শিশু শিক্ষার্থীকে মুখ চেপে ধরে রাস্তার পার্শ্বে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির কান্নাকাটি ও চিৎকারে ফজরের নামাজ পড়তে আসা স্থানীয় মসজিদের মুসুল্লীরা ধর্ষক আ. রাজ্জাককে ধরে ফেলেন। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ ধর্ষক আ. রাজ্জাককে পুলিশ হেফাজতে নেয় এবং ভিকটিম শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।

one pherma

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মো. শরিফুর রহমান বলেন, শিশুটির মা বাদী হয়ে রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে ও আদালত মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইবাংলা / নাঈম/ ২৫ নভেম্বর, ২০২১

Contact Us