বিয়ে করলেন ‘ভণ্ড’ সিনেমার নায়িকা তামান্না

ইবাংলা বিনোদন ডেস্ক

শহীদুল ইসলাম খোকনের ‘ভন্ড’ সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তামান্নার। সেই সিনেমায় চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর বেশ কিছু সিনেমা করলেও চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই চিত্রনায়িকা। এবার জানা গেল এই নায়িকার বিয়ের খবর।

Islami Bank

জানা গেছে, অভিনয় ছেড়ে সুইডেনে বসবাস করেন তামান্না। সেখানে বসবাস করা গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ দাইয়াকে বিয়ে করেছেন তিনি। গেল ২৬ নভেম্বর মুসলিম রীতিতে বিয়ে হয় তাদের। তবে দুই বছর আগে তামান্না ও দাইয়ার পরিচয় হয়।

তামান্না জানান, কয়েক বছর ধরেই তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। অন্যদিকে দাইয়ার সঙ্গে বছর দুয়েক আগে তার পরিচয় ঘটে। প্রথম দিকেই দাইয়া ভালোবাসা প্রকাশ করেন। তবে সময় নেন তামান্না। তিনি গত নভেম্বরে রাজি হন এবং কয়েক দিনের মধ্যেই বিয়ের পর্বটা সেরে ফেলেন। তামান্না বলেন, ‘নতুন জীবন, নতুন পরিকল্পনা। একেবারে অন্য রকম একটা অনুভূতি। পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। ’

তামান্না হাসিন হুদা শৈশব থেকেই পরিবারের সঙ্গে সুইডেন থাকেন। সেখানেই পড়ালেখা করেছেন। ক্লাস এইটে পড়ার সময় ১৯৯৫ সালে দেশে বেড়াতে এসে আফজাল হোসেনের নির্মাণে স্টারশিপ কনডেন্সড মিল্কের মডেল হন। এরপরই ‘ত্যাজ্যপুত্র’ ছবি দিয়ে ঢালিউডে তার অভিষেক হয়।

one pherma

অভিনেত্রী তুমুল জনপ্রিয়তা পান শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ (১৯৯৮) ছবিতে রুবেলের নায়িকা হয়ে। এরপর ‘হৃদয়ে লেখা নাম’, ‘শত্রু তুমি বন্ধু তুমি’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘কঠিন শাস্তি’, ‘সন্ত্রাসী বন্ধু’, ‘আমার প্রতিজ্ঞা’, ‘মুখোশধারী’র মতো সিনেমায় অভিনয় করেছেন তামান্না।

উল্লেখ্য, তামান্নার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় এক সাংবাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ওই সংসারে দুজন সন্তানও রয়েছে।

ইবাংলা / এইচ /৫ ডিসেম্বর, ২০২১

Contact Us