নাটোরে আ. লীগের ২০ নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ২০ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এর মধ্যে ১৯ জনই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল আলম খাঁন চৌধুরী বুড়াকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শওকত রানা লাবু, বিয়াঘাট ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউনুস আলী, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সূজা, খুবজিপুর ইউপি নির্বাচনে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজগর আলী মাস্টার, আওয়ামী লীগ নেতা রান্টু ও শাহাবুদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

মশিন্দা ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, ধারাবারিষা ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সম্পাদক হাজেদা বেগম, চাপিলা ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য শাহ আলম পান্না মাস্টার বহিষ্কৃত হয়েছেন। অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আটজন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

মাধনগর ইউনিয়ন নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, পিপরুল ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোসাদ্দেকুল ইসলাম বাদশাহ, আওয়ামী লীগকর্মী শান্ত বহিষ্কৃত হয়েছেন।

ব্রহ্মপুর ইউনিয়নে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রইস উদ্দিন রুবেল, ব্রহ্মমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি জানান, বহিষ্কারাদেশে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কার করা হলো।

ইবাংলা / টিআর /৪ জানুয়ারী

Contact Us