করোনা রোগিদের সেবায় এমপি তানভীর শাকিল জয়

কাজীপুর প্রতিনিধি, (সিরাজগঞ্জ)

বিশ্বব্যাপি করোনার ভয়াল তান্ডবে দেশজুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এমন পরিস্থিতিতে দেশের জেলা উপজেলায় করোনার চোখ রাঙানিতে একের পর এক শনাক্ত ও প্রাণহানির রেকর্ড গড়ছে। প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে গ্রামাঞ্চলের মানুষের করোনার নমুনা সংগ্রহসহ চিকিৎসা সেবা।

এরই প্রেক্ষিতে বিশ্ব মানবতার জননী সফল প্রধানমন্ত্রী জননেত্রি শেখ হাসিনার নির্দেশানুযায়ী মানবতার সেবায় নিবেদিত প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সুযোগ্য উত্তরসূরি সিরাজগঞ্জ-কাজিপুরবাসির সুখ-দুঃখের সঙ্গি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি এই বৈশ্বিক মহামারিতে গরীব-অসহায়, সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষদের বিভিন্নভাবে নানাপ্রকার সহযোগিতা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কাজিপুরের সর্বস্তরের মানুষের করোনা চিকিৎসা সহজিকরণ এবং দ্রুত গতিতে করোনার নমুনা সংগ্রহের কাজে একটি নতুন সিএনজি অটোরিকশা প্রদান করেছেন।

বুধবার (৭ ই জুলাই) সকাল ১১টায় এমপি তানভীর শাকিল জয়ের নির্দেশে দি ফ্রেন্ডস এসোসিয়েশন এর সহযোগিতায় কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল এ সিএনজি অটোরিকশাটি গ্রহন করেন ।

সাংসদ তানভীর জয়ের এমন মহোতী উদ্যোগ মহামারি করোনকালীন স্বাস্থ্য সেবা কাজিপুরবাসীর দৌরগোড়ায় পৌছেঁ দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসা সেবা একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা। স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের পরিবহন হিসেবে নতুন সংযোজন এই সিএনজি অটোরিকশা।

ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, এখন থেকে কাজিপুরের মানুষের করোনারোগিদের রোগ নির্ণয়ের জন্য আর কষ্ট করতে হবে না। বিশেষ করে করোনা রোগিরা ফোন করার অল্প সময়ে এই সিএনজি নিয়ে স্টাফ বা ডাক্তারাই চলে যাবে মানুষের কাছে। করেনার সংক্রমণ নির্ণয় করতে হাসপাতালের স্টাফরা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে আনতে পারবে।

ডাঃ পারুল আরও বলেন, উপজেলার যমুনা পশ্চিম অঞ্চলে মানুষ যে কোন সময় আমাদের সাথে যোগাযোগ করলে তার বাড়িতে গিয়ে নমুনা নিয়ে আসবে। করোনা নমুনা সংগ্রহ করোনা রোগিদের দ্রুত আনায়নের জন্য সিএনজি অটোরিকশা প্রদানের মতো মহোতী কাজের জন্য সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে ধন্যবাদ জানান।

একই সঙ্গে ধন্যবাদ জানান দি ফ্রেন্ড অ্যাসোসিয়েশনকেও। স্যাম্পল কালেকশন এর জন্য ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে এই ০১৩০৩২৪৭১৯ ও ০১৮১০১৫৯২৯৭ নম্বরে এসএমএস (ম্যাসেজ) পাঠানোর জন্য অনুরোধ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ই-বাংলা/ ইক/ ৭ জুলাই, ২০২১

Contact Us