দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Islami Bank

শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে এ ঘটনা ঘটে।বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

one pherma

তিনি বলেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

ইবাংলা/ এসআর / ০৭ মে, ২০২২

Contact Us