জীবনের সঠিক এবং মূল্যবান বাস্তবতা

ইবাংলা প্রতিবেদন

উক্তি-১

Islami Bank

যে নিজেকে ভালোভাবে চিনতে পেরেছে,সে অন্যের দোষত্রুটি বাদ দিয়ে নিজেকে শুধরানোর কাজে লেগে পরেছে।

উক্তি-২

বড় হয়ে ওঠা মানে শুধু শরিরের দৈর্ঘ্য আর প্রস্থ বৃদ্ধি পাওয়া নয় । মনের বৃদ্ধি হলেই মানুষ প্রকৃতপক্ষে বড় হয়ে ওঠে।

উক্তি-৩

নতুন করে সবকিছু শুরু করার জন্য অন্য লোকের দেওয়া অনুপ্রেরনার চেয়ে নিজের ইচ্ছাশক্তি আর চেতনার প্রয়জন সবচেয়ে বেশি। কারণ সশক্তির ওপরে আর কোন শক্তি নেই।

আরও পড়ুন…উপজেলার ৪৯২ কর্মকর্তার নতুন পদ বাতিল!

উক্তি-৪

আমরা সবসময় ভুলের দিকেই বেশি ঝুকে থাকি।

উক্তি-৫

অপেক্ষা থেকেই অভিযোগের সৃষ্টি।

উক্তি-৬

যে মানুষ যত বেশি অভিমান করে,সে তত বেশি ভালোবাসতেও জানে।

উক্তি-৭

আপনি  যত বেশি আশা করবেন প্রকৃতি আপনাকে ঠিক ততটাই নিরাশ করবে।

আরও পড়ুন…মূল্যস্ফীতি বৈশ্বিক কারণে সৃষ্টি হয়েছে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

উক্তি-৮

অতিরিক্ত প্রত্যেকটা জিনিস শরীর ও মনের জন্য ক্ষতিকর।

উক্তি-৯

জিবনে সফল হবার একমাত্র উপায় হলো অধ্যবসায় হওয়া এবং লেগে থাকা।

উক্তি-১০

সারাজিবন ধুকে ধুকে মরার চেয়ে সিংহের মত ১০ দিন বেচে থাকা উত্তম।

উক্তি-১১

one pherma

চেহারার সৌন্দর্য্য আর মনের সৌন্দর্য্য এক জিনিস নয়।মন সুন্দর হলেই আপনি সুন্দর।

আরও পড়ুন…পরীক্ষার দিনেও জবির মূল গেট অনিয়ন্ত্রিত

উক্তি-১২

বিশ্বাসঘাতক বন্ধু বা মানুষের চেয়ে কুকুর অতি উত্তম।

উক্তি-১৩

আপনি যদি মানুষ চিনতে চান তবে তাকে টাকা ধার দিন।তার আসল রুপ চিনতে পারবেন।

উক্তি-১৪

শুধু দেখবেন আর শুনবেন কিন্তু কথা বলতে যাবেন না।দেখবেন আপনি অবশ্যই ভাল থাকবেন।

উক্তি-১৫

যে মানুষের মধ্যে অপরাধ করেও কখনও অপরাধবোধ কাজ করে না সে আসেলে মানুষের মধ্যেই পরে না।

আরও পড়ুন…নোয়াখালীতে গাড়ি চাপায় অজ্ঞাত নারী-পুরুষের মৃত্যু

উক্তি-১৬

আপনি যখন কারও প্রতি দুর্বল হয়ে যাবেন এবং ওই মানুষটা যখন সেটা বুঝে যাবে তখন আপনাকে পুতুলের মত নাচানো শুরু করবে।

উক্তি-১৭

মানুষের মন মাপবার যদি কোন যন্ত্র আবিষ্কার হতো তবে বেঈমানের সংখা শুন্যের কোঠায় নেসম আসত।

আরও পড়ুন…সৌদির যুবরাজকে স্বাগত জানালেন মাখোঁ

উক্তি-১৮

ভালোবাসার গভীরতা বোঝা যায় দূরত্বে।

উক্তি-১৯

যারা নিজেকে নিজে সান্তনা দিতে শিখে যায় তাদের আবার কিসের ভয়।

উক্তি-২০

ঠকতে ঠকতেই মানুষ শেখে।

ইবাংলা/অআর/৩০ জুলাই ২০২২

Contact Us