আবদুল গাফফার চৌধুরীক আবার হাসাপাতালে

ইবাংলা ডেস্ক

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীকে আবার হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গুরুতর অসুস্থতা নিয়ে তাঁকে গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবং দুদিন পরই সুস্থ্য হয়ে বাসায় ফিরে আসেন।

আরো পড়ুন: সিসিইউতে মির্জা আব্বাস

কিন্তু কয়েক দিন পরই নানা জটিলতা নিয়ে আবার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিছুটা সুস্থ বোধ করায় কদিন আগেই তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়িতে আসার দুইদিন পরই তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। চিকিৎসকরা বলেছেন, তাঁকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। উল্লেখ্য হাসাপাতালের বিছানায় শুয়ে গত এক মাসে জীবনস্মৃতি লিখতে শুরু করেন তিনি। কিন্তু কাজটা এগিয়ে নিতে পারেননি। আবার অসুস্থ হয়ে হাসাপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। আবদুল গাফফার চৌধুরী তাঁর সুস্থতার জন্য দেশের মানুষের দোয়া চেয়েছেন।

ইবাংলা/টিপি/১৮ নভেম্বর২০২১

Contact Us